২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

টাঙ্গাইলে ৪ হাজার ৮০ কেজি রাবারসহ গ্রেফতার- ২

আপডেট: ডিসেম্বর ২, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুরে চার হাজার ৮০ কেজি কাচা রাবারসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতবিার (২ ডিসিম্বর) ভোরে উপজেলার টেংরী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি সকালে র‌্যাব-১২ এর ৩ নম্বরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করছেনে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে-মধুপুর উপজেলার মাস্টারপাড়া এলাকার হরপিত চন্দ্র দাসের ছেলে অর্পূব চন্দ্র দাস (২০) ও কাজীপাড়া এলাকার মো. হোসেন মন্ডলের ছেলে মো. শামীম মন্ডল (১৮)।

কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেংরী সাকিনের মধুপুর হইতে আলোকদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি কার্গো ট্রাকসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে সরকারি রাবার বাগান হতে চুরি হওয়া অপরেিশাধিত কাঁচা রাবার ৪ হাজার ৮০ কেজি (যার মূল্য আনুমানিক ৮ লাখ ১৬ হাজার টাকা) জব্দ করা হয়। আসামিরা মধুপুর থানা এলাকার সরকারি রাবার বাগান হতে অবধৈভাবে অপরেিশাধিত কাঁচা রাবার বহুদনি ধরে চুরি করিয়া মজুদ করে বিভিন্ন জায়গায় কার্গো ট্রাকে করে নিয়ে বিক্রয় করে। পরে তাদের বিরুদ্ধে মধুপুর থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় একটি মামলা দায়ের করে পুলিশের কাছে দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network