৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার নির্বাচিত কালিহাতী থানার এসআই মাহাবুল

আপডেট: নভেম্বর ২, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন জেলার কালিহাতী থানার এসআই মাহাবুল ইসলাম।

গত শনিবার কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উপলক্ষে তাকে এ সম্মাননা জানানো হয়।
এসময় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের জন্য শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসারের স্বীকৃতি স্বরূপ মাহাবুল ইসলামকে ক্রেস্ট ও সম্মাননা স্বারক প্রদান করা হয়।
টাঙ্গাইল জেলা পুলিশ লাইন থেকে ওই ক্রেস্ট ও বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহমেদ সাক্ষরিত সম্মাননা স্বারক এসআই মাহাবুল ইসলামের হাতে তুলে দেন জেলার নবাগত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিছুর রহমান ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network