২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

জাপানের আড়াই লাখ টিকা আসছে শনিবার

আপডেট: জুলাই ২৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক :  বাংলাদেশের জন্য জাপানের উপহার হিসেবে অক্সফোর্ড আ্যস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা শনিবার ঢাকায় আসছে। করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপান বাংলাদেশকে এ টিকা দিচ্ছে।

জাপান বাংলাদেশকে কয়েক ধাপে ২৯ লাখ আ্যস্ট্রাজেনেকার টিকা দেবে। এই টিকার প্রথম চালান দেশে আসছে শনিবার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকা গ্রহণ করবেন। ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি টিকা হস্তান্তর করবেন।

করোনার টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্সের মাধ্যমে টিকা পাবে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস-গ্যাভির সমন্বয়ে গড়ে ওঠা বৈশ্বিক উদ্যোগ কভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটি (কোভ্যাক্স)। কোভ্যাক্স থেকে আগে বাংলাদেশের মোট জনসংখ্যার ২০ শতাংশকে টিকা দেওয়ার কথা বলা হয়েছিল।

এ হিসাবে বাংলাদেশের ছয় কোটি ৮০ লাখ ডোজ পাওয়ার কথা। কোভ্যাক্সে দুইভাবে টিকা সংগ্রহ করা হয়। বিশ্বের বিভিন্ন ধনী দেশ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কোভ্যাক্সকে টিকা কিনে দেয় অথবা টিকা কেনার টাকা পরিশোধ করে

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network