আপডেট: জুলাই ৫, ২০২১
শিঁকড়ের কাছে
————————বুুুুুলবুল হাসান
বারবার ফিরে যেতে মন যেন শুধু চায়-
আমার মায়া-মমতায় ভরা আদি সেই শিঁকড়ের কাছে,
যেখানে বালু মাটির পথ-সবুজ শ্যামল গ্রাম
সহজ সরল মানুষেরা মিলেমিশে একসাথে থাকে।
আমার সেখানে যেতে বারবার ইচ্ছে করে
এই যন্ত্রদানব কোলাহলের শহরকে পাশ কাটিয়ে।
একদিন আমিও ছিলাম তোমার অতি আদরের
কতোই না আমায় ভালোবাসতে জন্মভূমি হে জননী?
আজ আবার হদয়ের সে বন্ধন,আদর-যতন
তোমায় হতে অকৃপণে ফিরে পেতে চাই আমি।
তোমার স্নেহ তোমার অপরিমেয় ভালোবাসা
আজও আমাকে রাত-দিন সব সময় অনুভবে ভাবায়,
তোমার নির্মল আলো-বাতাস,মাটির অপূর্ব গন্ধ
এখনো শরীরে লেগে আছে,থাকবে চিরকাল।
সেই চিরচেনা আল-বাতরের পথ ধরে
হাঁটতে চাই তোমার মমতাময়ী বুকে মধুময় আলিঙ্গনে,
আশির্বাদ করো তোমাকে যেন ভুলে না যাই
অসহায়ত্বে কিংবা হীরক-বর্ণ অট্টালিকায় ঘুমিয়ে।