আপডেট: এপ্রিল ৬, ২০২১
নেক্সটনিউজ প্রতিবেদক,ঢাকা : লকডাউনের কারণে চলমান এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। লকডাউন শেষে এই সময় বাড়ানোর ঘোষণা করা হবে। ১ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়েছে। ৭ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। এ অবস্থায় সোমবার থেকেই সারা দেশে লকডাউন শুরু হয়েছে।
ফরম পূরণের বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ নেক্সটনিউজকে বলেন, লকডাউনের কারণে কেউ যাতে সমস্যায় না পড়ে, সেটি বিবেচনা করেই সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সময় বাড়ানো হলেও শিক্ষার্থীদের বিলম্ব ফি দিতে হবে না। নির্ধারিত ফি দিয়েই ফরম পূরণ করা যাবে।
এদিকে কারিগরি শিক্ষাবোর্ডেরঅধীনস্থ এস এস সি ভোকেশনালের ফরম পূরণের কার্যক্রম কয়েক দফা সময় বৃদ্ধির পর ইতিমধ্যেই শেষ হয়েছে।