২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

টাঙ্গাইলে যুগধারা’র নতুন কার্যালয়ের উদ্বোধন

আপডেট: অক্টোবর ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে সাপ্তাহিক যুগধারা পত্রিকার নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে জেলা সদর রোডে এইচ.এম হাবিবুর রহমান সরকার সম্পাদিত যুগধারা কার্যালয় উদ্বোধন করেন টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনের জাতীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।


উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক ও এফবিসিসিআই’র পরিচালক আওয়ামীলীগ নেতা আবু নাসের, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম, টাঙ্গাইল জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এস আকবর খান, টাঙ্গাইল এ্যাডভোকেট বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহসিন শিকদার, টাঙ্গাইল বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শ্রী আনন্দ মোহন দে, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান তালুকদার, কালিহাতী উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম রাজু, দৈনিক নেক্সটনিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রউফ রিপন, জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়াচাঁন, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক রশিদ আহমদ আব্বাসী, কালিহাতী উপজেলা পোট্রি শিল্প মালিক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম বিল্পব, সিংগুরিয়া মহিলা বিএম কলেজের অধ্যক্ষ কবি আজাদ কামাল, এস টিভি’র জেলা প্রতিনিধি রাশেদ খান মেনন সহ যুগধারা পরিবারের সদস্যবৃন্দ ও শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্র বটতলাস্থ বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ সংলগ্ন যুগধারা’র নতুন কার্যালয়টি নতুন সাজে সজ্জিত করা হয়। সকাল ১০টা থেকে অতিথিবৃন্দ যুগধারাকে শুভেচ্ছা জানানোর জন্য উপস্থিত হতে থাকেন।

উপস্থিত অতিথিবৃন্দ যুগধারা পত্রিকা’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network