আপডেট: অক্টোবর ৯, ২০২০
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের নামাজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে বলে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় জানান।
নিহতরা হলেন- রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা নতুন বস্তির মসলিম উদ্দীনের ছেলে মোহাম্মদ সিদ্দিক (২৭) ও একই গ্রামের কাদেদ আলীর ছেলে মোহাম্মদ সুমন (২৬)।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ও রূহিয়া থানার ওসি মারফত জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পঞ্চগড় জেলায় আটোয়ারী উপজেলার রাণীগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলে করে দুই বন্ধু সিদ্দিক ও সুমন ঠাকুরগাঁও সদরের উত্তর বঠিনা নতুন বস্তির বাড়িতে ফিরছিলেন৷ পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
এ সময় ঘটনাস্থলেই সিদ্দিকের মৃত্যু এবং ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে সুমনের মৃত্যু হয়।
ওসি বলেন, মোটর সাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ করতে না পেড়েই এ দুর্ঘটনা ঘটেছে। মোটর সাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে।
অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।