২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

উত্তরবঙ্গে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতৃবৃন্দের প্লাটফর্ম গঠনে সংলাপ

আপডেট: আগস্ট ১৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : উত্তরবঙ্গে শিশুসুরক্ষায় ধর্মীয় নেতৃবৃন্দের প্লাটফর্ম গঠনে গতকাল মঙ্গলবার জুমকলের (ভার্চুয়াল) মাধ্যমে ধর্মীয় নেতৃবৃন্দের প্লাটফর্ম গঠনে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে প্রক্রিয়ার আনুষ্ঠানিকযাত্রা ঘোষণা করেছেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রিজিওনাল ফিল্ড ডাইরেক্টর অঞ্জলি জাসিন্তা কস্তা।
এতে রংপুর ও রাজশাহী বিভাগের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ধর্মের ২১০ জনধর্মীয় নেতৃবৃন্দ এই ভার্চুয়াল কনফান্সে যোগদান করেন।
এতে বক্তব্য রাখেন জাতীয় ইমাম এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক এসএম উসমান গনি, ফাদার পেট্রিক, মাইনরিটি ওয়াচ বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্যামল ব্যানার্জী, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ডাইরেক্টর অপারেসন্স ও প্রোগ্রাম কোয়ালিটি চন্দন জাকারিয়া গোমেজ, রেসপন্স ডাইরেক্টও সাগর মারান্ডি, রিজিওনাল এডভোকেসি ও চাইল্ড প্রোটেকশান কো-অর্ডিনেটর মো. জামাল উদ্দীন, এডভোকেসি এন্ড কমিউনিকেশনের ডিরেক্টর টনি মাইকেল গোমেজ, রানা দীপঙ্কর মজুমদার প্রমুখ।

সভায় আগামী দিনে ৩৫ জনের সর্বধর্মীয় একটি শিশুসুরক্ষায় ধর্মীয় নেতৃবৃন্দের প্লাটফর্ম গঠনের সিদ্ধান্ত হয়।

 

নেক্সটনিউজ/জেআলম

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network