আপডেট: আগস্ট ১২, ২০২০
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে কুলিক নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জামাইয়ের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া দিলগাও গ্রামে ১৩ আগষ্ট বুধবার আনুমানিক দুপুর দেড়টার দিকে।
জামাই আনোয়ার হোসেন (৩৫) হরিপুর উপজেলার ৫নং হরিপুর সদর ইউনিয়নের মিনাপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে এবং ৬নং ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া দিলগাও গ্রামের মৃত জামালের জামাই।
ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান সাজাহান সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলেন, বুধবার দুপুর ১২টার দিকে জামাই আনোয়ার হোসেন শশুর বাড়ী বেড়াতে আসে। এরপর ফেকা জাল নিয়ে কুলিক নদীতে মাছ ধরতে যায়। এসময় নদীর পানিতে ডুবে আনোয়ার হোসেন মারা যায়। পরে এলাকাবাসী তার লাশ দুপুর ২টার দিকে কুলিক নদী থেকে উদ্ধার করেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন, নদীতে ডুবে একজন মারা গেছে বিষয়টি আমি স্থানীয় লোকের মাধ্যমে শুনেছি। এবিষয়ে কেউ এখনো থানায় কোন লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
নেক্সটনিউজ/জেআলম