২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

আলোকিত মুলাদীর মাস্ক বিতরণ কর্মসূচি

আপডেট: জুলাই ৩১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল হক তারেক, মুলাদী (বরিশাল) থেকে : সরকার ঘরের বাইরে মাস্ক পরিধান বাধ্যতামূলক করায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মুলাদীতে মাস্ক বিতরণ করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোকিত মুলাদী।

বৃহস্পতিবার বিকাল ৪টায় আলোকিত মুলাদীর উপজেলা কার্যালয়ের সামনে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা কেন্দ্রিয় যুবলীগ নেতা মো. মিজানুর রহমান হাওলাদার।

এসময় উপস্থিত ছিলেন ডক্টর ডা. মুহাম্মাদ মোশাররফ হোসাইন ঝিলু, আলোকিত মুলাদীর উপজেলা শাখার আহ্বায়ক দিদারুল আহসান খান, যুগ্ম আহ্বায়ক আল মাহমুদ কাজল, মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাঢ়ি, মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মজিবুর রহমান, গোলাম মোস্তফা, আলোকিত মুলাদীর উপজেলা শাখার সদস্য সচিব মহিউদ্দীন আহমেদ জুয়েলসহ আলোকিত মুলাদীর সদস্যবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এসময় আলোকিত মুলাদীর সদস্যরা পথচারী, অটোচালক, মোটরসাইকেল চালক-আরোহীসহ সবাইকে মাস্ক দেওয়া হয় এবং মাস্ক ছাড়া ঘরের বাইরের বের না হওয়ার অনুরোধ জানান।

 

নেক্সটনিউজ/জেআলম

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network