২রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা দিলো শিবির টাঙ্গাইলের ভূঞাপুর ভূমি অফিসের কর্মচারী শাজাহানের বিরুদ্ধে অভিযোগ গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ  ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে জামায়াতের মিছিল শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আতিকুর রহমান ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে জামায়াতের রূকন সম্মেলন নাগরপুরে প্রশংসনীয় উদ্যোগ: রাস্তা নির্মাণে এলাকাবাসীর পাশে ছাত্রশিবির টাংগাইলে জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত আওয়ামীলীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া:মঈন খান

চীনে বন্যায় ২৮ হাজার বাড়িঘর পানির তলায়

আপডেট: জুলাই ১৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : চীনের ইয়াংৎজি নদীতে বন্যা হুবেই অঞ্চলজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে৷ ইয়াংৎজি নদীতে গত পাঁচ দশকের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে সোমবার৷ এর মধ্যেই ২৮ হাজার বাড়িঘর চলে গেছে পানির তলায়৷ প্রাণ হারিয়েছেন ১৪১ জন৷ কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন৷ হুবেই অঞ্চলের পাশাপাশি তিব্বত ও চীনের শিনজিয়াং অঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে৷

বন্যার ফলে ইতিমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ একদিকে করোনা সংকটের জেরে বন্ধ ছিল বাজার-হাট, এই বন্যা নতুন করে স্তব্ধ করছে চীনা অর্থনীতিকে৷

চীনের হুবেই অঞ্চলের শহর উহান থেকেই শুরু হয় করোনা সংক্রমণ৷ বর্তমানে এক কোটি দশ লাখ মানুষের শহর এই উহান আবার শিরোনামে৷ এবার শিরোনামে আসার কারণ ইয়াংৎজি নদীর বন্যা৷ উহান ছাড়াও হুবেই অঞ্চলের আরো কয়েকটি বড় শহর দিয়ে বয়ে চলে ইয়াংৎজি৷

বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী ইয়াংৎজিতে এই ভয়াবহ বন্যা সামলাতে হুবেই ও জিয়াংশি অঞ্চলে এক লাখেরও বেশি কর্মী পাঠিয়েছে সরকার৷ এর মধ্যে রয়েছে সামরিক বাহিনীর সদস্য, চিকিৎসক ও উদ্ধারকারীদের দল৷ বালির বস্তা দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করছেন তারা৷

প্রতি বছরই চীনের এই অঞ্চলে ভারী বৃষ্টি নামে৷ বন্যাও হয় কম-বেশি সব বছরেই৷ কিন্তু এই বছর জুন মাসের শেষ থেকে শুরু হয় টানা বৃষ্টি৷ ১৯৬১ সালের পর থেকে এত ভয়াবহভাবে কখনো বাড়েনি ইয়াংৎজির জলসীমা৷

পরিবেশবিদরা বলছেন, কয়েক দশক ধরে গ্রীষ্মের তীব্রতা রোধ করতে সাহায্যকারী নদী, সংলগ্ন হ্রদ ও প্লাবনভূমির মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে নদীর বেশ কিছু বাঁধ৷ এমন আরো কয়েকটি কৃত্রিম নির্মাণের কারণে কয়েক দশক ধরে বন্যার হুমকি আরো বেড়েছে৷ পরিবেশ সংরক্ষণবাদীরা বহুদিন ধরেই এবিষয়ে সাবধান করে আসছিলেন৷ পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ফলে হিমালয়ের হিমবাহের দ্রুত গলে যাওয়াও ঝুঁকি বাড়াতে পারে৷

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network