২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

নাগরপুরে সাংসদ মকবুল হোসেন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

আপডেট: জুন ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

মোঃ আজিজুল হক বাবু, নাগরপুর (টাঙ্গাইল) থেকে :
টাঙ্গাইলের নাগরপুরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটি ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার (০৮ জুন) নাগরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক শোক সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির,উপজেলা আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক উজ্জল মোল্লা,
সাবেক ডেপুটি কমান্ডার আঃ মতিন ছামী সহ অন্যান্যরা।

এ সময় বক্তরা বলেন,করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত সাবেক সাংসদ হাজী মকবুল হোসেনের বর্ণাঢ্য রাজনৈতিক ও ব্যাক্তিগত জীবনের স্মৃতি চারণ করেন।
এসময় তারা বলেন, মহামারী করোনা মোকাবেলায় তিনি অসহায়,কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আজ আমাদের মাঝে সেই মহান ও ত্যাগী নেতা নেই। শিক্ষা, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তাঁর অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। অসময়ে তাঁর চলে যাওয়ায় কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ সংঘটিত হয়েছে।
নাগরপুরবাসীর সাথে ছিল তাঁর আত্মার বন্ধন। তিনি টাঙ্গাইল ৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটুর পিতা। নাগরপুরে সামাজিক, শিক্ষা ও অর্থনৈতিক প্রেক্ষাপটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।মারা যাওয়ার কয়েকদিন আগেও তিনি উপজেলার ৬২৫ জন ইমামকে অার্থিকভাবে সহায়তা প্রদান করেন।এ অকাল মৃত্যুতে আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও সেই সাথে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

পরিশেষে মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্যামে এ শোকসভার সমাপ্ত  করা ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network