১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

দিনাজপুরে প্রধানমন্ত্রী নির্দেশনায় কৃষকসমাজকে অত্যাধুনিক ধান মাড়াইয়ের মেশিন প্রদান

আপডেট: জুন ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, কৃষকদের উন্নয়নে সবসময় পাশে রয়েছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে বর্তমান সরকার বাংলাদেশের প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পুরণে বদ্ধপরিকর। করোনাভাইরাসের কারণে উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দিয়েছেন। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় কৃষকসমাজকে অত্যাধুনিক ধান মাড়াইয়ের মেশিন প্রদান করা হচ্ছে।

৪ জুন (বৃহস্পতিবার) বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি মন্ত্রনালয়ের পরিচালন বাজেটের আওতায় কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তা প্রদান কার্যক্রমের মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণকালে এমপি গোপাল এসব কথা বলেন। এসময় উপজেলায় মো. শরিফুল ইসলামকে কম্বাইন হার্ভেস্টার মেশিনের চাবি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, কাহারোল থানার ওসি মনোজ কুমার, কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আবু জাফর মো. সাদেক।

এর আগে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ইউনিয়ন পর্যায়ে লাইভস্টক সার্ভিস প্রোভাইডারদের মাঝে বাই সাইকেল বিতরণ করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল।#

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network