৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

শ্রেয়া ঘোষের “কেমন আছে ওরা?”

আপডেট: মে ৩০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : আজ প্রায় তিন মাস হতে চললো সৌমেন বাবু আর জালাল সাহেবের দেখা নেই, ভোরের আলো ফোঁটার আগে-ই দুজন প্রাতঃভ্রমণে বেড়িয়ে যেতো,
কিঙ্কর তিন মাস ধরে ঘরে বন্দী, ছেলেটা ইন্ট্রোভার্ট, বেশি একটা কথা বলে চায়না, সবে বন্ধুত্ব টা জমছিলো জেরিনের সাথে !

জীবনের ব্যর্থতা থেকে শুরু করে আন্তর্জাতিক ব্যর্থতা গুলো নিয়ে টং দোকানে ভীড় করতে পারছে না বলে শুভ্রর বেশ কষ্ট হচ্ছে, রাত্রি কথা দিয়েছে এবার পৃথিবী সুস্থ হলে বন্ধুদের পেলে খুব করে গল্প করবে,ধরবে না আর ফোন ওদের রেখে !

কথা, আকাশ, সৌরভ কতদিন টিএসসি যায়নি, স্বপন মামার চায়ের তৃষ্ণায় কেমন কেমন করছে ওরা জুমে এসে !
শাওন কলেজ যায়নি অনেকদিন, ভীষণ মিস করছে বন্ধুদের !

রিফাত এবার ক্লাস টেনে উঠেছে, স্কুল জীবনের শেষ অধ্যায় টা ও এভাবে কাটাতে চায়না !
তমার দাদী আর স্নেহার দাদীর আড্ডা হয়নি অনেকদিন !

তোমায় দেখেছি শেষ বিকেলে,মানে সেদিনের সেই বিকেল, ওটাই দূরে যাওয়ার বিকেল !
ভেবে দেখেছো কি তারা রা ও যত আলোকবর্ষ দূরে, তারো দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে সরে?

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network