১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

নীলফামারীতে এক’শ প্রতিবন্ধী ও পৌরসভার উদ্দ্যোগে মুক্তিযোদ্ধাদের খাদ্য সামগ্রী বিতরণ

আপডেট: মে ২৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : নীলফামারীতে বাংলাদেশ সিভিল সার্ভিস(বিসিএস) ২৪ ব্যাচের উদ্যোগে একশত জন প্রতিবন্ধীকে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে ।

শনিবার (২৩ই মে) জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই খাদ্য বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে ছিল সেমাই, দুধ, বিস্কিট, সাবান, চাল, ডাল ও তেল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ, নেজারত ডেপুটি কালেক্টর সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ,  জেলা সমাজ সেবা অফিসের প্রবেশন কর্মকর্তা ফরহাদ হোসেন প্রমূখ।

অপরদিকে নীলফামারী পৌরসভার উদ্দ্যোগে একশত জন মুক্তিযোদ্ধাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, চিনি, সেমাই, দুধ ও তেল।

বিতরণ অনুষ্ঠানে পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী। এছাড়া আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু প্রমূখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network