২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

ভূঞাপুরে ৪০১টি মসজিদে প্রধানমন্ত্রীর অনুদানের চেক প্রদান

আপডেট: মে ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
আমিনুল ইসলাম, ভূঞাপুর (টাঙ্গাইল) থেকে: করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) আওতাধীন সব মসজিদে ৫ হাজার করে টাকা অনুদান দিচ্ছে সরকার।
(২২ মে) শুক্রবার, টাঙ্গাইলের ভূঞাপুরে এই অনুদান প্রদানের অনুষ্ঠানে উপস্থিত থেকে চেক বিতরণ করেন টাঙ্গাইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
দেশের দুই লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদকে এ অনুদান দেয়া হচ্ছে। এ জন্য ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকার আর্থিক অনুদানের অনুমোদন দিয়েছে সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাসরীন পারভীন, সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসলাম হোসেন, ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ ও উপজেলার সকল মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকমণ্ডলী।
যে সকল মসজিদের নাম লিস্টে বাদ পড়েছে; সেসব মসজিদের নাম লিস্ট আকারে পৌছানোর আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বর্তমান লিস্টে বাদ পড়া মসজিদগুলোও দ্রুত টাকা পেয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন ইউএনও।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বিশ্বব্যাপী বিরাজমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণসহ নানাবিধ কারণে দেশের মসজিদগুলাতে মুসল্লিরা স্বাভাবিকভাবে ইবাদত করতে পারছে না। এতে দানসহ অন্যান্য সাহায্য কমে যাওয়ায় মসজিদের আয় হ্রাস পেয়েছে । ফলে মসজিদের দৈনন্দিন ব্যয় চালানো কঠিন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী বিদ্যমান পরিস্থিতিতে মসজিদসমূহের আর্থিক অসচ্ছলতা দূর করতে প্রত্যেক মসজিদের অনুকূলে পাঁচ হাজার টাকা হারে অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network