১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

করোনার দূর্যোগে কুষ্টিয়া জেলা প্রশাসনের  ঈদ সামগ্রী থেকে বাদ পড়েননি নারী সাংবাদিকরাও   

আপডেট: মে ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ার মিডিয়া ও জনবান্ধব  জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেনের দৃষ্টি থেকে করোনা দুর্যোগে ঈদ সামগ্রী থেকে বাদ পড়েননি জেলার নারী সাংবাদিকরাও।
শুক্রবার দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাংবাদিক ফারুক আহমেদ পিনু মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ ওবায়দুর রহমান,  সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ উইমেন জার্নালিস্ট এসোসিয়েশন কুষ্টিয়ার সভাপতি আফরোজা আক্তার ডিউ ( ডেইলি নিউ নেশন),  সহ সভাপতি সাবিনা ইয়াসমিন শ্যামলী ( এনটিভি), কামরুন্নাহার কলি ( দৈনিক স্বর্ণযুগ), সাধারণ সম্পাদক নুরুন নাহার সীমা (দৈনিক প্রতিজ্ঞা),  যুগ্ম সম্পাদক রুমানা আক্তার ( দৈনিক কুষ্টিয়া প্রতিদিন),  মৌসুমী আক্তার ( ডেইলি অথেনটিক), সাংগঠনিক সম্পাদক  সামারিয়া জামান ( দৈনিক আরশীনগর),  কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস ( দৈনিক পদ্মা গড়াই), প্রচার সম্পাদক নুসরাত জাহান অরিন ( ডেইলি মর্নিং গ্লোরী), দপ্তর সম্পাদক আলিফা খাতুন ( দৈনিক কুষ্টিয়া), নির্বাহী সদস্য ববি ( কুষ্টিয়া প্রতিদিন), হেলেনা পারভিন ( সাপ্তাহিক প্রভাষন), নাহিদ আক্তার পারুল ( দৈনিক কুষ্টিয়া বার্তা), মাহমুদা মিমি ( দৈনিক শিকল), পলি জামান ও বকুল আক্তার ( দৈনিক হিসনা বাণী)।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network