১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

রামগঞ্জে নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট: মে ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

শাহে ইমরান, রামগঞ্জ (লক্ষ্মীপুর) থেকে : লক্ষ্মীপুরের রামগঞ্জ ও পার্শ্ববর্ত দুই উপজেলার এক হাজার কর্মহীন পরিবারে ঢাকাস্থ ন্যাশনাল বিল্ডার্স কর্পোরেশনের সত্ত্বাধীকারী হাজী মোঃ ইউসুফ পাটোয়ারী ব্যক্তিগত উদ্যোগে বৃহস্পতিবার দিনব্যাপী খাদ্য সামগ্রী, ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে এবং এমপি আনোয়ার হোসেন খানের নির্দেশনায় মাসিমপুর স্কুল মাঠে সামাজিক দুরত্ব বজা রেখে খাদ্য-ঈদ সামগ্রী ও নগদ টাকা বিতরণের সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ইসমাইল হোসেন ফরাজী, আহম্মেদ উল্যাহ ফিরোজ, জাহাঙ্গির শেখ প্রমুখ।

রামগঞ্জ উপজেলার মাসিমপুর,রামনগর,রায়পুর উপজেলার কেরোয়া,ফরিদগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে ৩ শত পরিবারে খাদ্য সামগ্রী,৩শত পরিবারে ঈদ সামগ্রী এবং ৪শত পরিবারে এক হাজার টাকা করে বিতরন করা হয়।

এসময় হাজী মোঃ ইউসুফ পাটোয়ারী বলেন,করোনা ভাইরাসে সারা দেশে লকডাউন থাকায় মানুষ কর্মহীন হয়ে পড়ায় খাদ্য ও অর্থ সংকটে পড়েছে। প্রধানমন্ত্রী দেশের সবাইকে ভাইরাসের এই র্দুযোগে মানুষের কল্যানে তাদের পাশে থেকে নানা কর্মসুচি গ্রহন করার আহবান জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network