১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

চট্টগ্রামে একদিনে রেকর্ড ২৫৭ জন করোনায় আক্রান্ত!

আপডেট: মে ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মোঃ ফয়সাল আহামেদ, (চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রামে ফৌজদারহাটের বিআইটিআইডি, চট্টগ্রামে মেডিকেল কলেজ, সিভাসু এবংকক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে  ৭২৬ নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের আরও ২৫৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ১২২৯ জন।

বুধবার (২০ মে) রাতে নমুনা পরীক্ষা শেষে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, বুধবার বিআইটিআইডিতে ২৩৯ টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ফলাফল পজিটিভ আসে চট্টগ্রামের ৪২ জনের। এর মধ্যে একজন পুরনো রোগী। বাকি ৪১ জনের মধ্যে নগরের বাসিন্দা ৩৩ জন। এছাড়া চন্দনাইশের ৬ জন, বোয়ালখালীর ১ জন ও আনোয়ারার ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে গতকাল মঙ্গলবার ২০৩ জনের নমুনা পরীক্ষা করে ১০১ জনের করোনা পাওয়া গেছে। এছাড়া আজ বুধবার ১৭০ জনের নমুনা পরীক্ষা করে ৮১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়। চমেকের উক্ত দুইদিনের ফলাফল আজ রাতে প্রকাশ করা হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে বুধবার ৯৬টি নমুনা পরীক্ষা করে ২৮টি পজিটিভ পাওয়া গেছে।

অন্যদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৮টি নমুনা পরীক্ষা করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network