১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

সিরাজগঞ্জে অসহায় ১৫০ পরিবারের মাঝে যাকাতের কাপড় বিতরণ

আপডেট: মে ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, সলঙ্গা (সিরাজগঞ্জ) : মহামারী করোনার এই দুর্যোগ মুহুর্তে এবং এলাকার গরীবদের মুখে হাসি ফুটাতে শাড়ী-লুঙ্গী বিতরণ করলেন সলঙ্গার ধুবিল ইউপির আমশড়া গ্রামের সমাজ সেবক ও জোড়পুকুর বাজারের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী নুরুল ইসলাম খোকন।

বুধবার সকাল সাড়ে ৮ টায় আমশড়া গ্রামে তার নিজ বাড়ীতে ১৫০ জন অসহায়,দু:স্থ ও গরীবদের মাঝে যাকাতের এই শাড়ী-লুঙ্গী বিতরণ করেন।

যাকাতের কাপড় বিতরণকালে উপস্থিতিদের উদ্দেশ্যে খোকন বলেন, আমি এলাকার গরীবদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। আমার ব্যক্তিগত অর্থে প্রতি বছরই রমজান মাসে এলাকার গরীবদের মুখে হাসি ফুটাতে যাকাত দেয়ার চেষ্টা করি। আমি একজন সাধারন ব্যক্তি হিসেবে এলাকার গরীবদের সাথে মিশে থাকতে চাই।

তিনি আরও বলেন, আমার বাবা সিরাজুল হক মাস্টার এলাকায় একজন সুপরিচিত ও সবার কাছে গ্রহনযোগ্য ব্যক্তি। তারই সুযোগ্য সন্তান হিসেবে আমার বাবার আদর্শে অনুপ্রানিত হয়ে জীবনের শুরু হতে বাকী সময় এলাকার মানুষদের সাথে মিশে থাকতে চাই।

পরিশেষে তিনি তার ও তার পরিবারের সবার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network