২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

রাজধানীতে অসহায়দের পাশে নাসিম ওমর সাথী

আপডেট: মে ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

জাহাঙ্গীর আলম, বিমান বন্দর (ঢাকা) থেকে :  করোনার মহামারীতে কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন তরুণ আইনজীবী নাসিম ওমর সাথী। রাজধানীর এয়ারপোর্ট থেকে বনানী পর্যন্ত রাস্তার ছিন্নমূল মানুষকে প্যাকেট খাবার তুলে দিয়ে মানবতার দৃষ্টান্ত উদাহরণ তৈরি করল তিনি।

সান্টাক্লজ যেমন উপহারের থলি কাঁধে নিয়ে সবাইকে খুশি করতে ছুটে বেড়ায়। অ্যাডভোকেট নাসিম ওমর সাথী তেমনি নিজেকে সাজিয়ে রাজধানীর পথে খাবারের থলি নিয়ে ছুটে ২৫০ জন অসহয় মানুষের মুখে খাবার তুলে দিলেন।

নাসিম ওমর সাথী জানান, আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি চেষ্টা করছি অসহায়দের পাশে দাঁড়াতে। সবাই সবার নিজ স্থান থেকে এগিয়ে আসলে এই ক্রান্তিকালে অনেকেই উপকৃত হবে।

সুজন, সবুজ, সজীব, শাওন, উজ্জ্বল, শাকিল,শান্ত, মিরাজ, ফারুক, জীবন, ইমনসহ আরো অনেক তরুণ স্বেচ্ছাশ্রম দিয়ে রাজধানীর আশকোনা এই রান্নার আয়োজন করে। সন্ধ্যা নামতেই পায়ে হেটে ও বাইকে চড়ে নিজ হতে খাবার বিলিয়ে ইতোমধ্যে সবার প্রশংসা কুঁড়িয়েছেন এই আইনজীবী।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network