২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

কুষ্টিয়ায় সরকারি নির্দেশ অমান্য করায় বিক্রেতা ও মহিলা ক্রেতাগণের ৫৩ হাজার টাকা অর্থদণ্ড

আপডেট: মে ১৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ার ভেড়ামারা বাজারে মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস মোকাবিলায় মানুষকে নিরাপদ রাখতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দশ না মেনে বিকিকিনি করায় বিক্রেতা ও মহিলা ক্রেতাগণের ৫৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যসহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়ার সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান উপস্থিত ছিলেন।

এ সময় দোকান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও দোকানের শাটার বাইরে তালাবদ্ধ অবস্থায় থাকলেও ভিতরে অনেক ক্রেতাকে দেখা যায় যার বেশিরভাগ মহিলা। এমতাবস্থায় ১৫ জন মহিলাকে সংক্রামক রোগ( প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ৮০০০ টাকা, একই আইনে ইয়াকিন সু কে ৩০,০০০টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মোতাবেক ২টি জালাল সু কে ১০হাজার এবং বৃষ্টি সুকে ৫হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান পরিচালনা শেষে উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ গণমাধ্যমকর্মীদের বলেন, সরকারী নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকলে।

ঘরে থাকুন। সুস্থ থাকুন। সরকারি নির্দেশনা মেনে চলুন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network