২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

উল্লাপাড়ায় সেতুর রেলিং ভেঙ্গে ট্যাংক লরি খালে ॥ চালক হেলপার গুরুতর আহত

আপডেট: মে ১৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) থেকে : মঙ্গলবার বেলা ৪টার দিকে বগুড়া-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া পুরাতন সেতুর রেলিং ভেঙ্গে তেলবাহী একটি ট্যাংক লরি খালের মধ্যে উল্টে পড়ে। এতে লরির চালক ও হেলপার গুরুতর আহত হন।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত চালককে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

লরির হেলপার সাদ্দাম মোল্লাকে (৩৫) গুরুতর অবস্থায় পাঠানো হয়েছে উল্লাপাড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। সাদ্দাম শাহজাদপুরের বাসিন্দা বলে জানা গেছে। তবে আহত চালকের পরিচয় জানা যায়নি। লরিটি বাঘাবাড়ি নৌবন্দর থেকে নওগাঁ যাচ্ছিল। দুর্ঘটনার পর লরির ট্যাংকি ফেটে জ্বালানি তেল পড়তে থাকে। স্থানীয় লোকজন কিছু তেল সংগ্রহ করেন। তবে পুলিশ আসার পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে চলে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ উল্টে পড়া তেল বোঝাই ট্যাংক লরিটি পাহাড়া দিচ্ছে। তেলের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network