২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

ফুলবাড়ীতে দেশের প্রথম করোনা যোদ্ধা শহীদ ডা. মঈন উদ্দিনের নামে স্কুল ভবনের নামকরণ

আপডেট: মে ১৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুরের ফুলবাড়ীতে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে দেশের প্রথম করোনা যোদ্ধা ডা. মঈন উদ্দিন।

শনিবার সকালে ১১ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনির্মিত বিদ্যালয় ভবনের নামকরণের ফলক উন্মোচনসহ ভবনের উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুলের সভাপতিত্বে আয়োজিত করোনা যোদ্ধা শহীদ ডা. মঈন উদ্দিন বিদ্যালয় ভবনের ফলক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. আবু তাহের, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক আহবায়ক এসকে মোহাম্মদ আলী দুলাল, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম, মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম আলী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সদস্য মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, সদস্য দৈনিক নবরাজ প্রতিনিধি আল আমিনসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network