২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

নাগরপুরে নিরাপদ সবজি গ্রামের উদ্বোধন করলেন এম.পি টিটু

আপডেট: মে ১৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
আজিজুল হক, নাগরপুর (টাংগাইল) থেকে : টাংগাইলের নাগরপুরে নিরাপদ সবজি গ্রামের উদ্বোধন ও কৃষি উপকরণ বিতরণ করলেন টাংগাইল ৬ আসনের সংসদ  টিটু।
শনিবার (১৬ মে) উপজেলার গয়হাটা ইউনিয়নের বঙ্গবকুটিয়া গ্রামকে নিরাপদ সবজি গ্রাম হিসেবে ঘোষনা করা হয়।
নাগরপুর উপজেলার কলিয়া ব্লকের বংগবকুটিয়া গ্রামে,  সাংসদ জনাব আহসানুল ইসলাম টিটুর ব্যক্তিগত অর্থায়নে  কৃষকদের মধ্যে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  সৈয়দ ফয়েজুল ইসলাম, সহকারী কমিশনার ( ভূমি) তারিন মসরুর,নাগরপুর থানার ওসি আলম চাদ,উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ আবদুল মতিন বিশ্বাস,  উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব ইমরান হোসাইন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব ছরোয়ার হোসাইন সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
এ সময়  সাংসদ   টিটু বলেন, বঙ্গবকুটিয়া হবে একটি আদর্শ নিরাপদ সবজি গ্রাম।
এখানে উৎপাদিত সবজি দেশের চাহিদা পূরন করে বিদেশেও রপ্তানি হবে। পরে সাংসদ টিটু নিরাপদ সবজি গ্রাম বংগবকুটিয়া গ্রামের সবজি চাষীদের মাঝে বিভিন্ন প্রকার কৃষি উপকরন বিতরন করেন।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network