২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

বরিশালের মুলাদীতে আউয়াল-সামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির ত্রান বিতরণ

আপডেট: মে ১৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,মুলাদী (বরিশাল) : মুলাদীতে প্রানঘাতী করোনা দুর্যোগে কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন আউয়াল-সামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটি। সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যগ্ম সচিব ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাসের দিক নির্দেশনায় ১৫ মে, শুক্রবার সকালে এ ত্রান কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলার কাজিরচর ইউনিয়নের বেগম সামছুন্নাহার শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই ইউনিয়নের ছয় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমাণ্ডার দেলোয়ার হোসেন রাড়ী, আউয়াল-সামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস, কাজিরচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান খান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির, দক্ষিণ কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। আউয়াল-সামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটি এ পর্যন্ত বাবুগঞ্জ উপজেলায় প্রায় দেড়হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে। পর্যায়ক্রমে মুলাদী উপজেলার সকল ইউনিয়নে ত্রাণ বিতরণ করবেন বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মন্টু বিশ্বাস।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network