২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

শিক্ষা মন্ত্রী ও উপমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে স্বাশিপ

আপডেট: মে ১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক : স্বাধীনতা শিক্ষক পরিষদ এর সভাপতি প্রফেসর আব্দুল মান্নান চৌধুরী এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু এক বিবৃতিতে করোনা মহামারীতে চরমভাবে বিপর্যস্হ বেসরকারি শিক্ষকদের দুর্দশা লাঘবে সরকারি ছুটির মধ্যেও অফিস খুলে জরুরি ভিত্তিতে ২৭৩০ প্রতিষ্ঠানের এমপিওর জিও ইস্যু করানোর জন্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি,শিক্ষা মন্ত্রনালয়ের উভয় বিভাগের সচিব সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

বিবৃতিতে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, জাতির এই সংকটকালে ননএমপিও শিক্ষক কর্মচারীদের চরম দুর্দশার কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে নির্বাচিত ২৭৩০টি প্রতিষ্ঠানের এমপিও কার্যকর করার জন্য স্বাশিপ এর পক্ষ থেকে গত ২৮ এপ্রিল শিক্ষা মন্ত্রীর নিকট অনলাইনে আবেদন করা হয়েছিল। সরকারি ছুটির মধ্যেও মন্ত্রী মহোদয় জরুরি ভিত্তিতে ২৯ এপ্রিল সংশ্লিষ্ট সকলকে অফিসে ডেকে নিয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে এমপিওর জিও ইস্যু করানোর ব্যবস্হা করায় তাঁরা শিক্ষা মন্ত্রী ও উপমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ নতুন এমপিওভুক্ত ২৭৩০ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অভিনন্দন জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network