১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

‘ঢাকার বাইরে থেকে কোন শ্রমিক ঢাকায় আসবে না’

আপডেট: এপ্রিল ২৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : দেশে করোনা ভাইরাসের মধ্যেও রাজধানীর কিছু কিছু পোশাক কারখানা খুলে দেয়ার অনুমতি দিয়েছে সরকার। তবে চালু করা গার্মেন্টসগুলোতে শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও জানানো হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ঢাকা ও আশপাশের গার্মেন্ট অধ্যুষিত এলাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়েই কারখানা চলবে; বাইরে থেকে কোন শ্রমিক আসবে না।

সচিবালয়ে বিজিএমইএ-বিকেএমইএ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। এসময়, কারখানাগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, ৯৭ ভাগ কারাখানায় মার্চের বেতন দেয়া হয়েছে। বাকিদেরও নির্ধারিত সময়ে বেতন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। দুপুর সোয়া ১২টায় শুরু হয় এই বৈঠক। এতে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়য়ে আলোচনা হয়।

বৈঠকে বিজিএমইএ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সভাপতি রুবানা হক। আরও উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network