১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

 

কুষ্টিয়ায় আইন না অমান্য করায় রুবেল অটোকে ৫হাজার টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের

আপডেট: এপ্রিল ২৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সাইফুল ইসলাম, কুষ্টিয়া  থেকে : কুষ্টিয়ার ভেড়ামারা সামাজিক দুরত্ব বজায় রাখতে ও জনগণকে ঘরে রাখতে উপজেলা নির্বাহি অফিসার সোহেল মারুফের নেতৃত্বে রবিবার সকাল ১১.০০ ঘটিকার সময় পৌর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন-২০১৮, ২৫(১) (খ) ধারায় অপরাধ করায়(২) মতে ভেড়ামারা  গোডাউন মোড় এলাকায় অবস্থিত রুবেল অটোকে ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে
শেষে তিনি ব্যবসায়ীদের বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আপনারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে জনসমাগম সৃষ্টি করছেন, এতে আপনি যেমন বিপদে পরছেন ঠিক তেমনি আপনার পরিবারসহ গোটা সমাজকে বিপদে ফেলছেন। আপনাদের ঘরে রাখতেই আমাদের অবিরাম প্রচেষ্টা। আপনার সকলে ঘরে থাকুন, ভালো থাকুন, গোটা সমাজকে ভালো ও সুস্থ্য রাখুন। এধরণের অভিযান চলমান থাকবে বলে  সোহেল মারুফ স্থানীয় সংবাদকর্মীদের জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network