২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

রাজধানীর আদাবরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট: এপ্রিল ২৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক  :  বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর আদাবরে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। সরকার ঘোষিত ‘লকডাউন’ ভেঙে শুক্রবার দুপুরে করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে বকেয়া বেতন-ভাতার দাবি ও কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে বিক্ষোভ শুরু করেন। এতে জরুরি সেবাদানকারী যানবাহন আটকা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যার পর ফাঁকা হয় আদাবরের সড়ক।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাদের গত কয়েক মাসের বেতন বকেয়া রেখেছে। মালিকপক্ষের কোনো সাড়া না পাওয়ায় রাস্তায় নামতে বাধ্য হন তারা।

জানতে চাইলে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহীদুজ্জামান বলেন, এলাকায় বেশ কয়েকটি এমব্রয়ডারির প্রতিষ্ঠান রয়েছে। শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেননি মালিকপক্ষ। এজন্য শ্রমিকরা সড়কে এসে বিক্ষোভ শুরু করেন।তিনি বলেন, সমস্যা সমাধানে মালিক বা সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি। পরে বিকেলে বুঝিয়ে তাদের সড়ক ছাড়ার আহ্বান জানানো হলে একে একে চলে যায় শ্রমিকরা।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network