আপডেট: এপ্রিল ২৪, ২০২০
নেক্সটনিউজ প্রতিবেদক : বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর আদাবরে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। সরকার ঘোষিত ‘লকডাউন’ ভেঙে শুক্রবার দুপুরে করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে বকেয়া বেতন-ভাতার দাবি ও কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা সড়কে বিক্ষোভ শুরু করেন। এতে জরুরি সেবাদানকারী যানবাহন আটকা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যার পর ফাঁকা হয় আদাবরের সড়ক।
শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ তাদের গত কয়েক মাসের বেতন বকেয়া রেখেছে। মালিকপক্ষের কোনো সাড়া না পাওয়ায় রাস্তায় নামতে বাধ্য হন তারা।