৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

টাঙ্গাইলে খাদ্যবান্ধব কার্ড নিজের কাছে রাখার দায়ে ইউপি সদস্যের জরিমানা

আপডেট: এপ্রিল ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
মুহাঃ নজরুল ইসলাম খান মিলন, টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কার্ড নিজের কাছে রাখার দায়ে ইউপি সদস্যের জরিমানা
টাঙ্গাইলের সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের এক ইউপি সদস্যের কাছে সাতটি খাদ্যবান্ধব কর্মসূচীর কার্ড নিজের কাছে রাখায় একলাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে এই জরিমানা করেন। এ সময় তার কাছ থেকে ৭টি কার্ড উদ্ধার করা হয়। কার্ডধারী সকলেই মৃত বলে জানা যায়।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম বলেন, সিলিমপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছানোয়ার মৃত সাতজন ব্যক্তির কার্ড নিজের কাছে রেখে চাল উত্তোলন করার চেষ্টা করছিলেন। এমন খবর পেয়ে আমরা তাকে আটক করি।
এই কার্ডগুলোর মালিক সবাই মারা গেছে। নিয়ম অনুযায়ী কার্ডগুলো আমাদের কাছে জমা না দিয়ে নামে বেনামে চাল উত্তোলন করে আত্মসাৎ করে আসছিল।
কর্মকর্তা আরও বলেন,  তাকে একলাখ টাকা জরিমান করা হয়েছে। তার মেম্বারশিপ বাতিলের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে   জানানো হবে।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network