১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

দেশে ৪৮ দিনে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়ালো, মৃতের সংখ্যা বেড়ে ১১০

আপডেট: এপ্রিল ২১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সটনিউজ প্রতিবেদক,ঢাকা :  দেশে ৪৮ দিনে প্রানঘাতী করোনায় মোট আক্রান্ত হয়েছে ৩হাজার ৩৮২ জন।মুত্যু ঘটেছে ১১০ জনের। গত মাসের ৩ তারিখ থেকে করোনা হানা দেয় আমাদের দেশদেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯ জনের এবং আক্রান্ত হয়েছে ৪৩৪ জন।মঙ্গলবার (২১ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ঘণ্টায় ২ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৮৭ জন করোনা আক্রান্ত সুস্থ হলেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী আছেন ৩ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী আছেন ৩ জন।

তিনি বলেন, করোনা সংক্রমণের হার এখনো সর্বাধিক রাজধানী ঢাকাতেই। মৃত্যুবরণকারী সংখ্যা ঢাকাতেই বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তিনি সকলকে ঘরে থাকার এবং কিছুক্ষণ পর পর নিয়মিত সাবান পানিতে হাত ধোয়ার পরামর্শ দেন

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network