১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

টাঙ্গাইলে করোনা ভাইরাসের সর্বশেষ চিত্র জানতে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

আপডেট: এপ্রিল ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
মুহাঃ নজরুল ইসলাম খান মিলন, টাঙ্গাইল থেকে: করোনা ভাইরাসের সর্বশেষ চিত্র জানতে ও করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায করনীয় বিষয়ে টাঙ্গাইল জেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে ভিডিও কনফারেন্স করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে গন ভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন। এসময় জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম এবং জেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক জেলার করোনা ভাইরাসের সার্বিক চিত্র প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
বক্তারা প্রধানমন্ত্রীকে জানান আজ সোমবার পর্যন্ত জেলার ১১জন ব্যাক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ট্রমাসেন্টারে, ঢাকা ও ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। কর্মহীন মানুষদের মাঝে সরকারী-বেসরকারী উদ্যোগে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরন অব্যাহত আছে। জনগনকে করোনা ভাইরাসের বিষয়ে সচেতন করতে জেলা প্রশাসন, আইনশৃংখলা বাহিনী, গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিরা কাজ করছেন।এছাড়াও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে দ্রততম সময়ের মধ্যে করোনা টেষ্ট করার কাজ শুরু হবে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।
এসময় টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, জেলা সিভিল সার্জন মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network