৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

 

টাঙ্গাইলের নাগরপুর বাজার মনিটরিং করছেন ওসি আলম চাঁদ

আপডেট: এপ্রিল ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,নাগপুর(টাঙ্গাইল) : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির অভিযোগে টাঙ্গাইলের নাগরপুরে সদর বাজার মনিটরিং করেন নাগরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ আলম চাঁদ। সোমবার ( ২০ এপ্রিল) নাগরপুর থানা অফির্সাস ইনচার্জ ওসি মোঃ আলম চাঁদ সঙ্গীয় এস আই সজল খান ও এস আই সাইফুদ্দিন মাহমুদ সহ করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে সারা দেশে লকডাউন চলমান থাকায় সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি পেয়েছে এমন অভিযোগের ভিত্তিতে নাগরপুর সদর বাজার মনিটরিং করেন। এ সময় বিভিন্ন দোকান পরিদর্শন করে খাদ্যসামগ্রী সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাইবাচাই করেন। যে সকল দোকানে মূল্য তালিকা সঠিক ভাবে টানানো নেই তাদের কে প্রতিদিনের মূল্য উল্লেখ করে মুল্য তালিকা টানানোর নির্দেশ প্রদান করেন।

ব্যবসায়ীদের কঠোর ভাবে হুঁশিয়ার করে দেন যে, যদি কোন ব্যবসায়ী জিনিসপত্রের দাম অতিরিক্ত নিয়েছে এমন অভিযোগ পাওয়া যায়। তাহলে ঐ ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী কঠিন ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেন। সেই সাথে হ্যান্ড মাইকের মাধ্যমে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাজারে আগত ক্রেতাদের সামাজিক দুরত্ব বজায় রাখতে বলেন।

ওসি আলম চাঁদ বলেন, করোনা ভাইরাসের অজুহাতে নাগরপুর বাজারে কিছু মনোহারি দোকানে জিনিসপত্রের দাম বেশি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বাজার মনিটরিং করা হল এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে দেখতে পেলাম জিনিসপত্রের দাম এখন পর্যন্ত স্বাভাবিক আছে। তবে এই দূর্যোগের সময় সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে জিনিসপত্র কিনতে পারে সে লক্ষ্যে আমাদের মনিটরিং চলমান থাকবে।

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network