১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা ও ৬টি ইউনিয়নে ৪০৫০টি পরিবারকে ত্রাণ প্রদান

আপডেট: এপ্রিল ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে : কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা ও ৬টি ইউনিয়নে সোমবার ৪০৫০টি দুস্থ পরিবারের বাড়িতে মানবিক সহায়তার আওতায় একযোগে ত্রাণ বিতরণের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা প্রকৌশলী রাকিব হোসেন, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম লালু,  মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশনারা সিদ্দিকী, চঁঅদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ছবি, জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমেদ শওকত, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক চেতনায় কুষ্টিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাহাঙ্গীর হোসেন জুয়েল, ভেড়ামারা পৌরসভার প্যানেল মেয়র মাহাবুব আলম বিশ্বাস,  প্যানেল মেয়র (২) খসরুজ্জামান ফারুক, কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, সিরাজুল ইসলাম সিরাজ, মিজানুর রহমান ডাবলু, সোলাইমান, নাইমুল হক, খাইরুল আমিন, মেহেদী হাসান সবুজ,রুমা খাঁন, ডরি খাতুন ও রেনু খাতুন প্রমুখ।
বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্র, কর্মহীন অসহায় ও দুঃস্থ্য পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। মানবিক সহায়তার প্রত্যেক প্যাকেটে থাকবে ছিল কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু। ভেড়ামারা পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে ১৫০ জন করে মোট ১৩৫০ পরিবার ও প্রত্যেক ইউনিয়নের ওয়ার্ড প্রতি ৫০জন করে মোট ৪৫০ পরিবার এ সহায়তা পায়। ৬ ইউনিয়নে মোট ২৭০০ পরিবার এ সুবিধার আওতায় আসবে। ট্যাগ অফিসার, মনিটরিং টিম ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে এ সকল ত্রাণ পরিবারগুলোতে পৌঁছে দেওয়া হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network