৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

করোনা ঠেকাতে বাড়িতে থাকার পরামর্শ তামিমের

আপডেট: এপ্রিল ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : করোনাভাইরাস ক্রমেই ছড়িয়ে পড়ছে সারাদেশে। এ সংক্রমন ঠেকাতে সকলকে বাড়িতে থাকার পরামর্শ দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের মানুষদের উদ্দেশ্যে এ বার্তা দিয়েছেন তামিম। তার ঐ ভিডিওটি প্রকাশ করেছে ইউনিসেফ।

তামিম বলেন, ‘বাড়ির বাইরে গেলে আপনি শুধু নিজেকেই ঝুঁকিতে ফেলছেন না, বাড়ির বয়স্ক বা অসুস্থ মানুষদের ঝুঁকিতে ফেলছেন। এটা অনুভব করুন এবং পরিবারকে ক্ষতির হাত থেকে রক্ষা করুন এবং বাড়িতে থাকুন।

শহর বা  গ্রামে, আপনি যেখানে থাকুন বাড়িতেই থাকুন। বয়স্কদের জন্য ভাইরাসটি বেশি বিপজ্জনক কিন্তু তরুণরাও ঝুঁকিতে আছে। এটা আপনাকে ঠেলে  দিতে পারে মৃত্যুর দিকে।

ভাইরাসের বিপক্ষে দেশের যুদ্ধে চ্যাম্পিয়ন হিসেবে কাজ করুন। যদিও আমরা সামাজিক দূরত্ব মেনে চলছি। দূর থেকে নানা ভাবে বন্ধু-বান্ধব এবং আত্মীয়স্বজনের সাথে যোগাযোগ রাখুন। পাশাপাশি ফোন ও ইন্টারনেটে বিভিন্ন গণমাধ্যম থেকে সঠিক তথ্যগুলো সংগ্রহ করুন।

পরিবার ও আশপাশের মানুষকে যতটা সম্ভব এই ভাইরাস নিয়ে সঠিক তথ্য দিন। আবারো বলছি সব তরুণদের, আপনারা আপনাদের দায়িত্বটা অনুভব করুন। বাসায় থাকুন এবং পরিবারকে নিরাপদ রাখুন’।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network