৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

টাঙ্গাইলে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ

আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

জাহাঙ্গীর আলম : টাঙ্গাইলের কালিহাতীতে মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর (সোমবার) সারাদেশের ন্যায় উপজেলার তালতলা-মাদারিয়াপাড়ায় তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৬টায় কালিহাতী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদেও প্রতি শ্রদ্ধা নিবেদন করার মধ্য দিয়ে কর্মসূচী শুরু করা হয়। পরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে এক বিশাল বিজয় র‌্যালী টাঙ্গাইল-ভূঞাপুর মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও জাতীয় দৈনিক দি নেক্সটনিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন তুহিন, তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদা আক্তার লিজা, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান, ইন্সট্রাক্টর আল-আমীন, সহকারি শিক্ষক আমিনা খাতুন, জেবিন সুলতানা, আশরাফুল আলম প্রমুখ। বক্তারা বাংলা ভাষা, মুক্তিযুদ্ধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ছাত্র-ছাত্রীদের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে সামনের দিনগুলোতে মুক্তিযুদ্ধের চেতনা লালন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাবিবুর রহমান তালুকদার। দ্বিতীয় পর্বে প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন। দিনব্যাপী অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অংশপ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম সাইফুল্লাহ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network