৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

কালিহাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ১৪, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
সারাদেশের ন্যায় উপজেলার তালতলা-মাদারিয়াপাড়ায় তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের যৌথ আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার ও পবিত্র গীতা থেকে পাঠ করেন নীলিমা রানী বর্মন।
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও জাতীয় দৈনিক দি নেক্সটনিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন তুহিন, তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদা আক্তার লিজা, সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ছাত্র-ছাত্রীদের মাঝে মুক্তিযুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। শহীদ বুদ্ধিজীবীদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানে স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কয়েক শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম সাইফুল্লাহ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network