২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

শিক্ষার্থীদের হোটেলে প্রবেশে নিষেধাজ্ঞা  উল্লাপাড়ায় ৪ চাইনিজ রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান

আপডেট: অক্টোবর ২, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ  উল্লাপাড়া বুধবার পৌরশহরের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। উল্লাপাড়ার ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর  আলী আহমেদ রতন ও উল্লাপাড়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় অনৈতিক কর্মকান্ড বন্ধে গ্রীন চিলি চাইনিজ রেস্টুরেন্টের আলো আঁধারের গোপনীয় অংশ ভেঙ্গে দেওয়া হয়। এছাড়া হোটেল লাবন্য  ও আড্ডার গোপনীয় অংশটি ২৪ ঘন্টার মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশনা দেওয়া হয়। হোটেল লী প্যালেস মালিককে করা হয় সর্তক।
ভারপ্রাপ্ত ইউএনও মাহবুব হাসান দৈনিক মুক্ত প্রভাতকে জানান, তার কাছে অভিযোগ রয়েছে উল্লাপাড়া পৌর শহরের বিশেষতঃ চাইনিজ রেস্টুরেন্টগুলোর গোপনীয় স্থানে স্থানীয় স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা তাদের পাঠদান কার্যক্রমের সময় বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে আড্ডা ও অনৈতিক কর্মকান্ড করে যাচ্ছে। এসব কর্মকান্ড বন্ধে পৌর শহরের সকল হোটেল মালিকদেরকে স্কুল কলেজ চলাকালীন ছাত্র ছাত্রীদেরকে হোটেলে প্রবেশে নিশেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। তিনি আরো জানান, ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।ডেইলি নেক্সট নিউজ/আবু বকর সিদ্দিক।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network