১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

রোহিঙ্গা তরুণীকে বহিষ্কার

আপডেট: সেপ্টেম্বর ১০, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ) থেকে রোহিঙ্গা তরুণী রাহিমা আক্তার ওরফে রাহী খুশিকে বহিষ্কার করা হয়েছে। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের এলএলবি অনার্সের শিক্ষার্থী ছিলেন। আসল পরিচয় গোপন করে নকল জন্ম সনদ বানিয়েছিলেন রাহী খুশি।

বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আবুল কাশেম গণমাধ্যমকে জানান, খুশির পরিচয় প্রকাশ হওয়ার পর তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তার সনদসহ অন্যান্য তথ্যাদি যাচাই করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।১৯৯২ সালে মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে রাহী খুশির বাবা-মা আশ্রয় নেন কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে। এরপর রোহিঙ্গা ক্যাম্পেই জন্ম রাহী খুশির। রাহিমা আক্তার থেকে হয়ে যান রাহী আক্তার খুশি। তার বাবার নাম মোহাম্মদ ইলিয়াস। মায়ের নাম মিনু আরা।কক্সবাজার শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি থেকে এসএসসি ও কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। এরপর তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হন।

ডেইলি নেক্সট নিউজ/ফয়সাল

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network