৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

৪৬০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যাবসায়ী আটক

আপডেট: সেপ্টেম্বর ৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর থেকে ৪৬০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে গাংনী থানার একটি টিম এ অভিযান চালায়। এ সময় জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত একটি ট্রাক।

আটক ব্যাক্তিরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার নুরু সরদারের ছেলে রাজিব সরদার, মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামের জামরুল ইসলামের ছেলে টিপু, একই গ্রামের সদর আলীর ছেলে স্বপন ও আয়ুব আলীর ছেলে আবেদ।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, মাদক কারবারীরা ট্রাকে করে সীমান্ত এলাকা থেকে মাদক নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছে মর্মে সংবাদ পায় পুলিশ। এসময় একটি টীম আকুবপুর নামক স্থানে অবস্থান নেয় ও যান বাহন তল্লাশী চালায়।

সে সময় ট্রাক নম্বর কুষ্টিয়া ট- ১১- ২০০৯ তল্লাশী কালে চালকের টুল বক্সে তিনটি বস্তায় রাখা ৪৬০ বোতল ফেনসিডিল পাওয়া গেলে চারজনকে আটক করা হয়। জব্দ করা হয় ট্রাকটি। আটকদের বিরুদ্ধে মাদক মামলাসহ মেহেরপুর আদালতে প্রেরণ করা হচ্ছে।

ডেইলি নেক্সট নিউজ/ফয়সাল

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network