১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

হজ ফ্লাইটের ভিসা পাননি ৯৩৯ জন এখনও

আপডেট: জুলাই ৩১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

৫ই আগস্ট এ বছরের শেষ হজ ফ্লাইট হলেও, এখনও ভিসা পাননি ৯৩৯ জন হজযাত্রী। মোট ৩৬৭টি হজ ফ্লাইটের মধ্যে আজ পর্যন্ত ২৯২টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন এক লাখ ৩ হাজার ৪০৪ জন। এখনো পর্যন্ত একটি হজ ফ্লাইটও বাতিল হয়নি জানিয়ে, চলতি বছর হজ ব্যবস্থাপনাকে পুরোপুরি সফল বলে দাবি করেন ধর্মপ্রতিমন্ত্রী।

রাজধানীর আশকোনায় হজযাত্রীদের খোঁজ-খবর নিতে আজ হজ ক্যাম্প পরিদর্শনে যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় পদ্মা ট্রাভেলস নামের একটি হজ এজেন্সির নানা জটিলতায় নির্ধারিত সময়ে সৌদি আরব যেতে না পারায় প্রতিমন্ত্রীর কাছে নালিশ করেন ৮ হজযাত্রী ।

মন্ত্রী তাদের আশ্বস্ত করেন এবং বলেন, এ বছর একটি হজ ফ্লাইটও বাতিল হয়নি। হজ ব্যবস্থাপনাকে পুরোপুরি সফল বলেও দাবি করেন তিনি।

বুধবার পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫৩টি ফ্লাইটে ৫৬ হাজার ৫৭০ জন এবং সৌদি এয়ারলাইন্সের ১৩৯টি ফ্লাইটে ৪৬ হাজার ৮৩৪ জনসহ মোট ২৯২টি ফ্লাইটে এক লাখ তিন হাজার ৪০৪ জন যাত্রী হজ করতে সৌদি আরবে গেছেন। এখনো অপেক্ষায় আরও ২৩ হাজার ৫১৯ জন যাত্রী। তবে কারোরই কোনও সমস্যা হবে না বলে জানিয়েছেন হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম।

শেষ ফ্লাইটটি যাবে আগামী ৫ই আগস্ট। হজের সম্ভাব্য তারিখ ৯ই আগষ্ট এবং ফিরতি ফ্লাইট শুরু হবে ১৭ই আগষ্ট।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network