১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

রাষ্ট্রের বিরুদ্ধে নই: প্রিয়া সাহা

আপডেট: জুলাই ২১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ ডেস্ক:

দেশের বিরুদ্ধে নয়, নিজেকে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলে দাবি করেছেন বহুল আলোচিত প্রিয়া সাহা। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সরকার মৌলবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে রয়েছে। এ বিষয়ে মার্কিন সরকারের কাছে সহায়তা চেয়েছেন বলে দাবি করেন তিনি।

প্রিয়া সাহা বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে যা বলেছেন, তা তিনি তথ্যের ভিত্তিতেই তুলে ধরেছেন। যুক্তরাষ্ট্র থেকে এক গণমাধ্যমকর্মীকে দেয়া ভিডিও সাক্ষাতকারে এসব কথা বলেন প্রিয়া সাহা।

ভিডিও সাক্ষাতকারে প্রিয়া সাহা আরও বলেন, ‘আমেরিকাও মৌলবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমি এ কথা বলেছি যাতে করে মার্কিন প্রশাসন বাংলাদেশ সরকারের সঙ্গে এক হয়ে কাজ করে। যাতে আমাদের দেশে মৌলবাদের কোন উত্থান না ঘটে, বাংলাদেশে মৌলবাদের কবলে না পড়ে। সে জন্যাই আমি এ কথাটা বলেছি।’

তিনি দেশ ছাড়বেন কেন এমন প্রশ্নও করেছেন ওই সাক্ষাতকারে। তিনি বলেন, ‘আমি কেন দেশ ছাড়বো? আপনি আমাকে দেখেছেন, আমি বলেছি, আমি দেশে থাকতে চাই। ওটাই আমার প্রথম কথা। ওটাই আমার শেষ কথা।’

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network