১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

বালিশ ক্রয় দুর্নীতির শুনানি পেছালো

আপডেট: জুলাই ২১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ ডেস্কঃ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসন প্রকল্পে আসবাবপত্র কেনাকাটায় দুর্নীতির তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে, দায়ীদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নিয়েছে, জানতে চেয়েছে হাইকোর্ট। অবকাশকালীন ছুটির পর, এই বিষয়ে শুনানির জন্য রেখেছে হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর বেঞ্চে এই শুনানি করা হয়।

এর আগে, গণপূর্ত মন্ত্রণালয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসন প্রকল্পের দুর্নীতি নিয়ে দুটি তদন্ত কমিটি গঠন করে। ওই দুটি তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেয় মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়েছে- দুর্নীতির সাথে প্রধান প্রকৌশলী মাসুদুল আলমসহ ৫০ জন সরাসরি জড়িত।

৩৬ কোটি ৪০ লাখ টাকার দুর্নীতি খুঁজে পেয়েছে মন্ত্রণালয়। ওই প্রকল্পের বিভিন্ন ভবনের জন্য বালিশ, খাট, টিভি, ফ্রিজ কেনা ও ভবনে তুলতে অস্বাভাবিক খরচ ধরা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network