১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

নুসরাত হত্যা মামলা: সাক্ষ্য দিয়েছেন ৪ জন

আপডেট: জুলাই ২১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ সদস্যসহ চারজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে প্রথমে সাক্ষ্য দেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী তাহমিনা আক্তার।

এরপর সাক্ষ্য দেন মাদ্রাসাছাত্রী বিবি হাজেরা, ছাত্র আবু বকর সিদ্দিক ও চরচান্দিয়া ইউনিয়ন পরিষদ সদস্য আকবর। বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় মামলার ১৬ আসামিকে আদালতে হাজির করা হয়। গত বৃহস্পতিবার পর্যন্ত নুসরাত হত্যা মামলায় ২৮ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে।

প্রসঙ্গত, গত ৬ই এপ্রিল সকাল ৯টার দিকে পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসাকেন্দ্রে যান নুসরাত। এরপর কৌশলে তাকে ৪-৫ জন বোরকা পরিহিত ব্যক্তি ছাদে ডেকে নিয়ে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে যায়। পরে, ফেনী সদর হাসপাতালে থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। এরপর, চিকিৎসাধীন অবস্থায় ১০ই এপ্রিল রাতে মারা যান নুসরাত জাহান রাফি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network