৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

 

ওয়াসার অনিয়ম নিয়ে দুদকের প্রতিবেদন

আপডেট: জুলাই ১৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

ওয়াসার ১১টি খাতে অনিয়ম-দুর্নীতি চিহ্নিত করে ১২টি সুপারিশসহ একটি প্রতিবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক। দুপুরে সচিবালয়ে এই প্রতিবেদন জমা দেন দুদক কমিশনার মোজাম্মেল হক খান।  এসব আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

দুর্নীতি দমন কমিশন- দুদকের অনুসন্ধানে দেখা গেছে ওয়াসার বিভিন্ন প্রকল্পে কালক্ষেপণ করে খরচ বাড়িয়ে আর্থিক অসঙ্গতি তথা দুর্নীতি হয়। এছাড়া, ওয়াসার নিয়মিত কাজেও পেশাদারিত্বের ছাপ নেই। সরবরাহ করা পানির মান নিয়ে নানা কথা থাকলেও নেয়া হচ্ছেনা যথাযথ ব্যবস্থা।

এরকম ১১টি খাতে দুর্নীতি পেয়ে, ১২টি সুপারিশসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বৃহস্পতিবার প্রতিবেদন জমা দিয়েছে দুদক।

ওয়াসার সরবরাহ করা পানি এখনও পানযোগ্য না উল্লেখ করে ড. মোজাম্মেল হক বলেন, ‘অনিয়ম বন্ধে টেকনিক্যাল লোকজনদের নিয়ে সারভেইলেন্স টিম গঠন করা যেতে পারে।’

এদিকে, দুদকের প্রতিবেদনটি আমলে নেয়া হয়েছে, এটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। একইসাথে, ওয়াসার পানি নিয়ে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কাজ চলছে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network