২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

দশ জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

আপডেট: জুলাই ১৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

আগামী চব্বিশ ঘন্টায় দশটি জেলার বন্যাপরিস্থিতির আরো অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যাপূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিভিন্ন জায়গায় নিচু এলাকা প্লাবিত হলেও বন্যা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শনিবার সকাল ৯টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় বিভিন্ন নদনদীর ৯৩টি পয়েন্টের মধ্যে ৭৯টি পয়েন্টের পানি বেড়েছে; কমেছে ১১টি পয়েন্টে। ১৫টি নদী ২৪টি পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যাপূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী সিলেটের কানাইঘাটে সুরমার পানি বিপৎসীমার ১৪২ সেন্টিমিটার ওপর দিয়ে, কমলগঞ্জে ধলাইয়ের পানি বিপৎসীমার ৪১ সেন্টিমিটার, চিলমারীতে ব্রহ্মপুত্র বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর সারিয়াকান্দি পয়েন্টে বিপৎসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বিপৎসীমা ছাড়ানোর সম্ভাবনা রয়েছে কাজীপুর পয়েন্টেও।

এছাড়া, লালাখালে ২২৫ মিলিমিটার, কানাইঘাটে ১৫৬ মিলিমিটার ও নারায়নহাটে ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, লালমনিরহাট, কুড়িগ্রাম, জামালপুর ও গাইবান্ধা জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network