১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

এরশাদ পুত্র এরিককে তুলে নেয়ার হুমকি: থানায় জিডি

আপডেট: জুলাই ৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

সাবেক রাষ্ট্রপতি, সংসদের বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে (এরিক এরশাদ) তুলে নেয়ার হুমকি দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় সোমবার বিকেলে, গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এরিক এরশাদের পক্ষে জিডি করেন হুসেইন মুহম্মদ এরশাদের একান্ত সচিব মেজর (অব) মো. খালেদ আখতার।

জিডিতে বলা হয়, আমি মেজর (অব.) মো. খালেদ আখতার, পিতাঃ মরহুম শাফায়ে হোসেন, পরিচালক হুসেইন মোহম্মদ এরশাদ ট্রাস্ট। আমার চেয়ারম্যান দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায়, তার ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে কে বা কারা মোবাইল ফোনে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন।’

জিডিতে আরও বলা হয়, ‘আমি হুসেইন মুহম্মদ এরশাদের ট্রাস্টের পরিচালক হিসেবে এরিকের সব ভালো-মন্দ দেখাশোনার দায়িত্ব আমার ওপর অর্পিত হয়।

দুর্বৃত্তরা এর আগেও কয়েকবার এরিককে তুলে নেয়ার হুমকি দেয়।

সাবেক রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যেই এমন হুমকি পেলেন এরশাদ পুত্র।

প্রসঙ্গত, ২০০৫ সালে বিদিশার সঙ্গে বিচ্ছেদের পর আইনি লড়াই চালিয়ে এরিককে নিজের কাছে রেখে দেন হুসেইন মুহাম্মদ এরশাদ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network