২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

‘সন্ত্রাস মাদক ইভটিজিংয়ে জড়িতরা অমানুষ’

আপডেট: জুলাই ৫, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ প্রতিবেদকঃ

সন্ত্রাস, মাদক ও ইভটিজিংসহ বিভিন্ন অপকর্মে জড়িতরাই অমানুষ, আর এসব থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

দুপুরে পিরোজপুর সদর ও নেছারাবাদ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে তাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সরকার শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে সরকার, নিরলস কাজ করছে বলেও জানান তিনি।

অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সন্তনেরা যাতে ইন্টারনেটের নেতিবাচক দিকে ঝুঁকে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানে ১৭৪টি মাল্টিমিডিয়া প্রজেক্টর, ২২৯টি সাউন্ড সিস্টেম বিতরণ করনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী।

এছাড়াও সদরের কৃষকদের মাঝে ১০টি ধান মাড়াই যন্ত্র ও একটি ধান কাটার যন্ত্র বিতরণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network